কালারফুল গাউনে দর্শকের মন কাড়লেন দিয়া রায়
কলকাতা শহরে হয়ে গেল ফ্যাশন ফেস্ট ২০২২। আর এই ফ্যাশন ফেস্ট ২০২২ এ দেখা গেল মডেল দিয়া রায় কে। সেখানে লাল ড্রেসে বেশ সুন্দরী লুকে ক্যামেরার সামনে ধরা পরলেন জনপ্রিয় মডেল দিয়া রায়। বিভিন্ন লুকে সাহসের সঙ্গে পা মিলিয়ে দর্শকদের মন জয় করেছেন দিয়া।সাদা সবুজ ফুলের গাউনে সবার মন কেড়েছেন দিয়া রায়। বলাই বাহুল্য আগামী প্রজন্মের মডেলদের মধ্যে দিয়া নিজের জায়গা করে নিচ্ছেন। ঐদিন ফ্যাশন শো তে দেখা গিয়েছিল নতুন প্রজন্মের আরো বেশ কিছু জনপ্রিয় মডেলকে। এর আগেও দিয়া রায় মডেল জগতে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তার প্রতিভার দ্বারা। এবার আরও একবার নিজের প্রতিভা তুলে ধরলেন তিনি।